ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মারা গেলেন ভারতের ইয়োগা গুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪
মারা গেলেন ভারতের ইয়োগা গুরু ইয়োগা গুরু বিকেএস লাইয়েনঙ্গার

ঢাকা: ভারতের ইয়োগা গুরু বিকেএস লাইয়েনঙ্গার মারা গেছেন।

ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বুধবার সকালে কিডনির জটিলতায় ৯২ বছর বয়সী এ আধ্যাত্মিক গুরু মারা যান।



ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। টুইটারে এক বার্তায় তিনি লিখেছেন, জাতি তার মতো পণ্ডিত ও সাহসী গুরুকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।   

১৯৭৩ সালে পুনেতে লাইয়েনঙ্গার তার প্রথম ইয়োগা স্কুল চালু করেন। তিনি শতাধিক শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছেন। এসব শিক্ষক তার শিক্ষা পদ্ধতিকে দেশব্যাপী ছড়িয়ে
দিয়েছেন।

তিনি ইয়োগার উপর অনেক বই লিখেছেন। অনেক সেলিব্রেটিই তাকে অনুসরণ করতেন।

তিনি সবসময় বলতেন, সুখীভাবে বাঁচো, রাজকীয়ভাবে মৃত্যুবরণ করো।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।