ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ছাড়ের ঘোষণায় এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট ক্র্যাশ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪
ছাড়ের ঘোষণায় এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট ক্র্যাশ! ছবি: সংগৃহীত

ঢাকা: মাত্র ১০০ রুপি খরচে উড়োজাহাজ ভ্রমণের সুযোগের ঘোষণা দিয়ে উটকো বিপদে পড়ে গেছে ভারতের রাষ্ট্রীয় বিমান পরিবহন প্রতিষ্ঠান ‘এয়ার ইন্ডিয়া’।   ছাড়ের এ ঘোষণা দেওয়ার পর প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়েছেন সাধারণ যাত্রীরা।

আর তাতেই প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ক্র্যাশ হয়ে গেছে!

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, একইসঙ্গে অসংখ্য যাত্রী টিকিটের জন্য সাইটে লগ অন করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

তবে, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছাড়ের ঘোষণা দিয়ে এয়ার ইন্ডিয়া জানায়, ২৭ আগস্ট থেকে পরবর্তী পাঁচদিন গ্রাহকরা এ সুবিধা নিতে পারবেন।

কিন্তু প্রথম দিনেই ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যাওয়ায় অনেক গ্রাহক হতাশ হয়ে পড়েছেন।

২০০৭ সালের ২৭ আগস্ট ইন্ডিয়ান এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়ার সংযুক্তিকরণ হয়। ২৭ আগস্ট ‘এয়ার ইন্ডিয়া’ দিবস উপলক্ষে উড়োজাহাজের টিকিটে এই ছাড়ের ঘোষণা দেওয়া হয়।

**১০০ রুপিতে প্লেন টিকিট

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।