ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঢাকায় গান করবেন বাবুল সুপ্রিয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, সেপ্টেম্বর ২, ২০১৪
ঢাকায় গান করবেন বাবুল সুপ্রিয় কলকাতার জনপ্রিয় গায়ক বাবুল সুপ্রিয়

কলকাতা: সাংসদ হওয়ার পর ঢাকায় প্রথম গানের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কলকাতার জনপ্রিয় গায়ক বাবুল সুপ্রিয়। ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছেন তিনি।

ঢাকা ক্লাবে বাবুল সুপ্রিয়ের এই অনুষ্ঠান হবে।

এর আগেও বেশ কয়েকবার বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বাবুল সুপ্রিয়।

পশ্চিমবঙ্গের আসানসোল কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে ভোটে জিতেছেন বাবুল সুপ্রিয়। এরপর থেকেই গানের জগৎ থেকে কিছুটা দূরে ছিলেন তিনি।

ভারতে দু-একটি টেলিভিশন অনুষ্ঠান অতিথি হিসেবে উপস্থিত থাকলেও মঞ্চে তাকে পায়নি তার ভক্তরা।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২ , ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।