ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদীর ভাষণ শোনার বিরোধিতা করলো বামফ্রন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৪
মোদীর ভাষণ শোনার বিরোধিতা করলো বামফ্রন্ট বিমান বসু

কলকাতা: শিক্ষক দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ বাধ্যতামূলক ভাবে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের শোনানোর নির্দেশের তীব্র বিরোধিতা করেছে বামফ্রন্ট।

বৃহস্পতিবার বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সিপিএম তার পশ্চিমবঙ্গের সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটে এ কথা বলেন।



বিমান বসু বলেন, একজন প্রধানমন্ত্রীর এই ধরনের নির্দেশ কখনই মেনে নেওয়া যায় না।

প্রধানমন্ত্রী শিক্ষক নন তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তার এ ধরনের আদেশ সম্পূর্ণ ভাবে নীতি বিরোধি বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ভারতের বিজেপি ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষক দিবসের ভাষণ বাধ্যতামূলক ভাবে প্রতিটি বিদ্যালয়ে শোনানোর জন্য দেশটির মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়কে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে।

বামফ্রন্ট এই নির্দেশের নীতিগত ভাবে বিরোধিতা করছে বলে বিমান বসু জানান।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।