ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় চলছে ট্যাক্সি ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪
কলকাতায় চলছে ট্যাক্সি ধর্মঘট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ট্যাক্সি ধর্মঘট করছেন কলকাতার ট্যাক্সি চালকরা। এ নিয়ে গত দুই মাসে পাঁচবার ধর্মঘট পালন করছেন তারা।



পুলিশি হয়রানি, অতিরিক্ত জরিমানা আদায়, ভাড়া বাড়ানোর দাবিসহ বিভিন্ন দাবিতে তারা এ ধর্মঘটের ডাক দিয়েছেন।

ধর্মঘটে কলকাতার হাওড়া ও শিয়ালদা স্টেশনের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কলকাতার বিভিন্ন হাসপাতালে রোগী ও রোগীর আত্মীয়-স্বজনরা হয়ে পড়েছেন অসহায়।

সমস্যা পোহাতে হচ্ছে অফিস যাত্রীদেরও। কলকাতা বিমানবন্দরে ভারতের বিভিন্ন রাজ্য ও বিদেশ থেকে আসা যাত্রীরা ট্যাক্সি ধর্মঘটের কারণে সমস্যায় পড়ছেন।

আপর দিকে, ট্যাক্সি চালক ও মালিকদের সমস্যাগুলো নিয়ে পশ্চিমবঙ্গ সরকার উদাসীন থাকায় সমালোচনা করছে বিরোধীদলগুলো। একই দাবিতে শুক্রবারও ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, পর পর এই দু’দিনের ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়বে শহর কলকাতা।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, সেপ্টম্বর ১৮, ২০১৪/আপডেট: ১০১০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।