ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদা কাণ্ডে মমতার বিবৃতি চাইল বিজেপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪
সারদা কাণ্ডে মমতার বিবৃতি চাইল বিজেপি রাহুল সিন‍হা

কলকাতা: সারদা কেলেঙ্কারি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। একই সঙ্গে সারদা-কাণ্ড নিয়ে রাজ্য সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়েছে।



বুধবার বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিন‍হা এ দাবি জানান। তার দাবি, রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর বিবৃতি শুনতে চাইছেন।

রাহুল সিনহা বলেন, সারদা দুর্নীতিতে তৃণমূলের অনেকের নাম জড়িয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী নীরবতা পালন করছেন কেন? তার উচিত শ্বেতপত্র প্রকাশ করা।

তিনি জানান, আমরা এখনও পর্যম্ত কোনো কোনো মন্ত্রীর বিবৃতি পেয়েছি। এত বড় ঘটনায় তৃণমূলের অনেকের নামে অভিযোগ উঠছে। মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছেন। মুখ্যমন্ত্রীর উচিত বিবৃতি দেওয়া।

রাহুল সিনহা আরও বলেন, সারদায় তৃণমূলের মুখ পুড়েছে। ‌ এই সরকার প্রকাশ্যে মিথ্যাচার করতে পারে, মানুষ ঠকাতে পারে।

রাহুল সিনহা সিবিআই তদন্ত নিয়ে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে দাবি করেন, সারদা-কাণ্ডে তৃণমূল কংগ্রেস দলের সর্বোচ্চ নেতা-নেত্রীরা জড়িত।

তার মন্তব্য, সারদা কেলেঙ্কারি কাণ্ডে রাজ্যের সংস্কৃতি বদলে গেছে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, সেপ্টম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।