ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পরিবহন ধর্মঘটে স্তব্ধ কলকাতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪
পরিবহন ধর্মঘটে স্তব্ধ কলকাতা ছবি: (ফাইল ফটো)

কলকাতা: কলকাতায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের ট্যাক্সি ধর্মঘটের সঙ্গে শুক্রবার সকাল থেকে একাত্মতা পোষণ করছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের পরিবহণ সংগঠনগুলো।

পরিবহন শিল্পকে বাঁচানোর স্বার্থে রাজ্য সরকারকে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসার দাবীতে পশ্চিমবঙ্গের বেশিরভাগ পরিবহন সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে।



ধর্মঘটের আওতায় পড়বে সরকারি এবং বেসরকারি বাস, মিনিবাস, এসজি চালিত অটো রিকশাসহ সমস্ত পণ্য পরিবহনকারী যানবাহন।

বৃহস্পতিবার থেকে চালু হওয়া অনির্দিষ্টকালের জন্য ট্যাক্সি ধর্মঘট শুক্রবারও বহাল আছে।

ধর্মঘটের ফলে কার্যত অচল হয়ে পড়েছে কলকাতা সহ রাজ্যের বেশ কিছু অংশ। বিভিন্ন রাজ্য থেকে ট্রেনে করে আসা যাত্রীরা সমস্যার মুখে পড়েছেন। বিমান বন্দর, রেল স্টেশনে প্রচুর যাত্রীকে অসহায় ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বাস না চলায় ভয়ঙ্কর অসুবিধার মুখে পড়েছেন অফিস যাত্রীরা। শুক্রবার সকাল থেকে কলকাতার রাস্তায় প্রায় কোনো যানবাহনেরই দেখা মেলেনি। সরকারি তরফেও কোনো ধরনের বিশেষ ব্যবস্থা নজরে আসেনি।

যাত্রীদের অভিযোগ সরকার কোনো বিশেষ ব্যবস্থা না নেওয়ায় কলকাতার জনজীবন প্রায় স্তব্ধ হতে বসেছে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, সেপ্টম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।