ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দেবীপক্ষের শুরুতে নারী শক্তির জয়গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
দেবীপক্ষের শুরুতে নারী শক্তির জয়গান

কলকাতা: দেবীপক্ষের শুরুতে নারী শক্তির জাগরণের কথা শোনালেন কলকাতার কয়েকজন লড়াকু নারী। তারা জানালেন জীবনে সফল হতে গেলে দেবী দুর্গার মতো দশভুজা হওয়ার দরকার নেই।

দরকার অদম্য মনের জোর আর স্বপ্ন সফল করতে পরিশ্রম।

কলকাতার নারীদের কাছে সাফল্যের এই রসায়ন তুলে ধরলেন বরিষ্ঠ সরকারি আমলা রোশনি সেন, অধ্যাপক অনুরাধা লোহিয়া, ব্রিটিশ কাউন্সিলের নির্বাহক সুজাতা সেন, আমেরিকার কনসাল জেনারেল হেলেন লাফেভ, কলকাতা উচ্চ আদালতের বিচার পরি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, সমাজসেবী তথা নৃত্য শিল্পী অলকানন্দা রায়সহ আরও অনেকে।

সমাজের এগিয়ে থাকা এ নারীরা বলেন, ভয়কে জয় করতে শিখতে হবে। সব নারীরই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। সমাজকে এগিয়ে নিতে এগিয়ে আসতে হবে নারীদের।
 
তারা ‘ডিস্ট্রিবিউটেড লিডারশিপ’ এর উপর জোর দেন। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের পক্ষে কলকাতার এক পাঁচতারকা হোটেলে নারী শক্তি বিকাশের কথা মাথায় রেখে এই আলোচনা চক্রের আয়োজন করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।