ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

১০ নভেম্বর শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৪
১০ নভেম্বর শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব

কলকাতা: আগামী ১০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ২০তম কলকাতা চলচ্চিত্র উৎসব।  

নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, তনুজা, ইরফান খান, দীপিকা পাড়ুকন ও ঐশ্বরিয়া রাই বচ্চন উপস্থিত থাকবেন।



কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান রঞ্জিত মল্লিক সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

উৎসবে এ বছর বিশেষভাবে থাকছে মধ্যপ্রাচ্যের চলচ্চিত্র। বিশেষ সম্মান উৎসর্গ করা হবে সুচিত্রা সেন স্মরণে।

কলকাতা চলচ্চিত্র উৎসবে এ বছরই প্রথম কোনো প্রতিযোগিতা থাকছে। ১৫ জন শ্রেষ্ঠ নারী পরিচালকের মধ্যে এ প্রতিযোগিতা হবে বলে জানানো হয়।

সমাপনী অনুষ্ঠানে হাজির থাকবেন রানি মুখোপাধ্যায়,পরিচালক ফারাহ খান সহ বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিরা।

কলকাতা চলচ্চিত্র উৎসবে থিম সঙ্গীত তৈরি করেছেন নচিকেতা। গানের প্রথম দু’লাইন লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

বাংলাদেশ সময়: ০৩২১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।