ঢাকা: সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে দুই দেশের শীর্ষ শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে হয়ে গেলো ‘আর্ট টক’ শীর্ষক এক মনোজ্ঞ অনুষ্ঠানের।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় মৈত্রী হলে এই অনুষ্ঠানের আয়োজন করে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন।
![](files/comi_ma_398060855.jpg)
এতে অংশ নেন বাংলাদেশি শিল্পী রফিকুন নবী, আহমেদ শামসুদ্দোহা, জামাল আহমেদ, কনক চাঁপা, মনিরুজ্জামান, নাসির হোসেন, রণজিৎ দাস, রোকেয়া সুলতানা, শাহাবুদ্দিন আহমেদ, শেখ আফজাল হোসেন ও সুলেখা চৌধুরী এবং ভারতীয় শিল্পী আনন্দময় ব্যানার্জি, সুদীপ রায়, সুশান্ত গুহ ও হেমাবতী গুহ।
চিত্রকর্ম প্রদর্শনের পাশাপাশি আয়োজন হয় সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন উভয় দেশের রাষ্ট্রদূত, রাজনীতিবিদ, ব্যবসায়ী করপোরেট লিডারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪