ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে বড় নাশকতার ছক আল কায়দার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৪
ভারতে বড় নাশকতার ছক আল কায়দার

কলকাতা: ইন্ডিয়ান মুজাহিদিন’র সঙ্গে হাত মিলিয়ে ভারতে বড় ধরনের নাশকতার ছক তৈরি করছে আল কায়দা।

সংবাদ সংস্থা রয়টার্স ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।



বর্ধমান বিস্ফোরণের ঘটনার পর থেকে ভারতে বিস্তৃত জঙ্গি নেটওয়ার্কের বিভিন্ন তথ্য উঠে আসছে। এছাড়া, সম্প্রতি ওসামা বিন লাদেনের উত্তরসূরি আয়মান আল জাওয়াহিরি ভারতে আল কায়দার শাখা চালুর ঘোষণা দেন। এরপর থেকে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন গোয়েন্দারা।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, ভারতে একের পর এক নাশকতার পরিকল্পনা করছে আল কায়দা। এ কাজে ইন্ডিয়ান মুজাহিদিন’র সঙ্গে হাত মিলিয়েছে তারা। নাশকতার পাশাপাশি বিদেশিদের অপহরণও করতে পারে জঙ্গিরা।

গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে রয়টার্সের দাবি, ভারতে ইরাক ও সিরিয়ার মতো পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে আল কায়দা।
 
রয়টার্সে জানায়, ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ’র ডিজি জানিয়েছেন, স্থানীয় জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে আল কায়দার যোগসূত্র কিভাবে তৈরি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০২১০  ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।