ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পাঁচ বছরের শীতের রেকর্ড ভাঙল কলকাতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
পাঁচ বছরের শীতের রেকর্ড ভাঙল কলকাতা ছবি : সংগৃহীত

কলকাতা: কলকাতায় গত পাঁচ বছরে নভেম্বর মাসের শীতের রেকর্ড ভেঙে দিলো মঙ্গলবারের (২৫ নভেম্বর) তাপমাত্রা। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস।



আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার এক ধাক্কায় তাপমাত্রা ৩ ডিগ্রি কমে যায়।

আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়ছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এসময় ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করবে।

দিল্লীর ‘মৌস‍ুম ভবন’ জানিয়েছে, বুধবার (২৬ নভেম্বর) থেকে তুষারপাত শুরু হবে কাশ্মীরে। ফলে হিমেল হাওয়ায় পশ্চিমবঙ্গের তাপমাত্রা আরো নেমে যাবে।

তাপমাত্রা কমে যাওয়া ছাড়াও কলকাতা তথা পশ্চিমবঙ্গে সর্বাধিক ও ন্যূনতম আপেক্ষিক আর্দ্রতাও এখন বেশ কম। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ বাংলানিউজকে জানিয়েছেন, শীত আসার সব শর্তই পূর্ণ হয়েছে। ‌

আবহাওয়া দপ্তরের মতে ডিসেম্বরের শুরুর কয়েকদিনে বেশ ভালোভাবেই শীত পড়বে। তারপর তাপমাত্রা হয়ত একটু বাড়বে। কিন্তু সেও বেশিদিনের জন্য নয়। ফের কমবে তাপমাত্রা।

এদিকে সোমবার (২৪ নভেম্বর) থেকে মঙ্গলবারের (২৫ নভেম্বর) তাপমাত্রা এক ধাক্কায় ৩ ডিগ্রি কমায় হিমেল পরশ বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে।

তবে বুধবার (২৬ নভেম্বর) সকালের দিকে ঠাণ্ডা বাতাস বইলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীত কমতে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।