ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লি থেকে কলকাতায় যাচ্ছেন রাষ্ট্রপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
দিল্লি থেকে কলকাতায় যাচ্ছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ

কলকাতা: পার্শ্ববর্তী দেশ ভারতে সফররত রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দিল্লি থেকে কলকাতায় যাচ্ছেন। কলকাতায় সফরকালে রাষ্ট্রপতি সেখানকার একটি হোটেলে অবস্থান করবেন বলেও জানা গেছে।



সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের সম্মানে কলকাতার রাজভবনে নৈশভোজের আয়োজন করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। নৈশভোজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
 
এছাড়া পশ্চিমবঙ্গের রাজ্যপাল আয়োজিত অপর একটি নৈশভোজে বিরোধী দলের নেতা সূর্যকান্ত মিশ্র, কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর, স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।
 
এরপর দিন মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রপতি শান্তি নিকেতন পরিদর্শনে যাবেন। এর আগে গত ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতি ৬ দিনের ভারত সফরে দিল্লি যান।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।