ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদা কেলেঙ্কারির তদন্ত নিয়ে মোদির দরবারে বাম দলগুলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
সারদা কেলেঙ্কারির তদন্ত নিয়ে মোদির দরবারে বাম দলগুলি

কলকাতা: সারদা কেলেঙ্কারি কাণ্ডে গতি আনার দাবি নিয়ে বামফ্রন্টের প্রতিনিধি দল সোমবার (২২ ডিসেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে দিল্লী রওনা দিয়েছে।

সূত্রের খবর, সোমবারই তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

প্রতিনিধি দলে রাজ্যসভার সদস্য সীতারাম ইয়েচুরিসহ অন্য বাম নেতারাও রয়েছেন বলে জানা গেছে।

বাম প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাছে সারদা কাণ্ডের তদন্তে গতি আনার আবেদনের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করার দাবিও জানাবেন বলে সূত্র জানিয়েছে।

এর আগে মুখ্যমন্ত্রীকে জেরা করার দাবি জানিয়ে বেশ কয়েকটি মিছিল এবং সমাবেশ করেছে বামফ্রন্ট। সারদা গোষ্ঠীর মালিক সুদীপ্ত সেন বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি কিনেছেন এমন দাবি করে এ বিষয়ে তদন্তের পক্ষে সরব হয়েছে বামফ্রন্টের নেতারা।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।