ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঝাড়খণ্ডে বিজেপি ঝড়

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
ঝাড়খণ্ডে বিজেপি ঝড় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ঢাকা: ভারতের ঝাড়খণ্ড এবং জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ফলাফল গণনা চলছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার পর পুরো ফল পাওয়া যাবে।


  
বিহার রাজ্য ভেঙ্গে ঝাড়খণ্ড গঠনের পর এখন পর্যন্ত ওইরাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো রাজনৈতিক দল। তবে সেই জট এবার কেটে যাবার পথে। ঝাড়খণ্ডে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে বিজেপি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো- বিজেপি থেকে অনেকটাই পিছিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। লড়াইয়েই নেই কংগ্রেস ও ঝাড়খণ্ড বিকাশ মোর্চাও।

অর্থাৎ বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মতোই পূর্ব ভারতেও এবার বিজিপি’র জয়। জম্মু-কাশ্মীরে উপস্থিতির জানান দিল বিজিপি। সরকার গঠনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজিপি-পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্সের মধ্যে। কংগ্রেস খানিকটা পেছনে। সেখানে ৮৭টি আসন প্রায় সমান ভাগে ভাগ হয়েছে প্রধান চারটি দলের মধ্যে। পরিস্থিতি যা তাতে জোট না হলে কোনো দলের পক্ষে সরকার গঠন সম্ভব নয়। গণনায় দেখা যাচ্ছে ঝাড়খণ্ডে সরকার গঠন করতে অসুবিধা হবে না বিজেপির।

অন্যদিকে, জম্মু-কাশ্মীরে ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত, তবে এগিয়ে পিডিপি।

ঝাড়খণ্ডে দুটি আসনে ভোটে লড়ছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এছাড়াও ময়দানে রয়েছেন অর্জুন মুন্ডা, মধু কোড়া, বাবুলাল মারান্ডির মতো প্রাক্তন মুখ্যমন্ত্রীরাও। মোট ১১৩৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়ে যাবে মঙ্গলবার। সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি।
সেক্ষেত্রে শাসক জেএমএমের ফল কী হয়, সেদিকে নজর রয়েছে সবার।  

জম্মু-কাশ্মীরে পরবর্তী সরকার কে গড়বে এ নিয়ে চলছে আলোচনা। ওমর আবদুল্লা’র নেতৃত্বে কি ক্ষমতা ধরে রাখতে পারবে ন্যাশনাল কনফারেন্স? নাকি বিরোধী পিডিপি’র হাতে যাবে রাজ্যের শাসন ভার?

এ রাজ্যে বিধানসভায় ৮৭ আসনের লড়াইয়ের ময়দানে ৮২১ জন প্রার্থী। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা লড়েছেন দুটি আসনে। বুথফেরত সমীক্ষা বলছে, জম্মু-কাশ্মীরে ত্রিশঙ্কু ফলের সম্ভাবনা রয়েছে। তবে অপেক্ষা করতে হবে রাত অবধি।

গত ২৫ নভেম্বর এ দুই রাজ্যে পঞ্চম দফায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় ২০ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।