ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিশ্ব ভারতী ঘুরে দেখলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
বিশ্ব ভারতী ঘুরে দেখলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ

কলকাতা: রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন এবং বিশ্বভারতী পরিদর্শন করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।  

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তিনি শান্তিনিকেতন পৌঁছানোর পরেই বিশ্ব ভারতীতে হাজির হন।

এ সময় বিশ্ব ভারতীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মান জানানো হয়।

রবীন্দ্র ভবন, রবীন্দ্র সংগ্রহশালাসহ বিশ্ব ভারতীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি।

শান্তি নিকেতনে মঙ্গলবার থেকে শুরু হয়েছে পৌষ মেলা এবং পৌষ উৎসব।

শান্তি নিকেতন পরিদর্শনকালে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন বাংলাদেশ থেকে আগত একটি প্রতিনিধি দল।

গত বৃহস্পতিবার ৬ দিনের সফরে ভারত যান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।