ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চেনা গানে ‘অচেনা’ সিলেটকে চিনলো কলকাতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
চেনা গানে ‘অচেনা’ সিলেটকে চিনলো কলকাতা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতার যোধপুর পার্ক থেকে: গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান মিলিয়া বাওলা গান আর মুর্শিদী গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম-বাউল সম্রাট শাহ আবদুল করিমের গানের মতো সত্যিই সুন্দর দিন কাটছে যোধপুর পার্কের ইন্দো-বাংলা সিলেট উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে।

কলকাতায় সিলেট উৎসবে বাউল সম্রাট শাহ আবদুল করিম’র চেনা গানে ‘অচেনা’ সিলেটকে চিনলো কলকাতা।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকেই সিলেটের ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছিলো ইন্দো-বাংলা সিলেট উৎসব মঞ্চে।

বাউল গান আর লোকসঙ্গীতের সুর শুনে আশেপাশের এলাকার বিভিন্ন বয়সের মানুষ সকালেই উৎসব প্রাঙ্গণে হাজির হন। অনেকেই জানতেন না গানগুলো সিলেটে জন্ম নেওয়া বাউল সম্রাট শাহ আবদুল করিমের রচনা। উৎসব প্রাঙ্গণে এসে তারা সিলেটের ঐতিহ্যবাহী সংস্কৃতির পরিচয় পেয়ে দুই বাংলার সংস্কৃতির ঐতিহ্যগত মিলের বিষয়টিকে আরও একবার অনুভব করেন।

শুধু সিলেটের নয়, জন্ম বা পারিবারিক সূত্রে বাংলাদেশের সঙ্গে যুক্ত বহু মানুষ এই অনুষ্ঠানের বিষয়টি জানার পর উৎসব প্রাঙ্গণে জড়ো হতে থাকেন।

এ ধরনের উৎসব আরো হলে দু’দেশের সাংস্কৃতিক মেলবন্ধন আরও দৃঢ় হবে এমনটি মনে করেন অনেকে। বাংলাদেশের কোনো সংবাদপত্র হাতে পাননা বলে এ সময় দুঃখ প্রকাশ করেন তারা।

উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের ছত্রিশগড়ের সাবেক রাজ্যপাল, জন্মসূত্রে তিনিও সিলেটের নাগরিক।

অয়োজকদের এক উপদেষ্টা প্রদোষ রঞ্জন দে জানান, কলকাতাবাসীর পক্ষ থেকে এমন সাড়া পেয়ে আমরা অভীভূত।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।