ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা শহরে নিজের বাড়ি নেই বুদ্ধদেবের

সিনিয়ার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১
কলকাতা শহরে নিজের বাড়ি নেই বুদ্ধদেবের

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের কলকাতা শহরে  নিজস্ব কোনো বাড়ি নেই। বেশ কয়েক বছর ধরেই তিনি পাম এভিনিউর একটি ছোট দুই কামরার সরকারি অ্যার্পাটমেন্টে থাকেন।



নিবার্চন কমিশনে পেশ করা তার সম্পত্তির বিবরণে দেখা গেছে, ২০০৯ থেকে তার মোট আয় ১০ লাখ ৯২০ রুপি। নগদ হাতে আছে ৫ হাজার রুপি। তিনি সিপিএম দলের সর্বক্ষণের কর্মী। মুখ্যমন্ত্রী রূপে যা পান সরকারি বেতন তাও দলকে দান করেন। দলের দেওয়া মাসিক ভাতা পান।

ওই অর্থে দেখতে গেলে বুদ্ধদেব ভট্টাচার্য ভারতের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের তুলনায় গরীব।

তবে তার স্ত্রী মীরা ভট্টাচার্য মোট আয় (২০০৯-১০) ৬ লাখ ৭০ হাজার ১৩৫ রুপি। নগদ ৭ হাজার ৬০০ রুপি। ইউকো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে আছে ৩ লাখ ৩ হাজার ২৫২ রুপি। স্থায়ি আমানত ৫ লাখ রুপি।

ইউবিআই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে আছে ২ লাখ ৬৭ হাজার ৬১৪ রুপি। স্থায়ি আমানত ২ লাখ ২০ হাজার রুপি। সঞ্জয় প্রকল্পে ৬৫ হাজার রুপি। পিপিএফ ১৩ লাখ ২৩ হাজার ১২১ রুপি। ডাকঘরে ২ লাখ ৭৫ হাজার রুপি।

গহনা যা মীরা ভট্টাচার্য উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তার মধ্যে রয়েছে স্বর্ণ ৯৭ দশমিক ৯০ গ্রাম ও রূপা ৮৯৯ গ্রাম।

কলকাতার বাইরে নিউটাউনে তার ৭২০ বর্গফুটের একটি ফ্ল্যাট আছে যার ক্রয় মূল্য ৬ লাখ ৩৯ হাজার রুপি।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।