ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৪৭ বছর ধরে কেরালার বিধানসভায় কে এম মণি!

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১
৪৭ বছর ধরে কেরালার বিধানসভায় কে এম মণি!

কলকাতা: টানা ৪৭ বছর ধরে তার প্রতি ভোটারদের অবিচল আস্থা। যে দলের হয়েই লড়েছেন হার কখনও হারাতে পারেনি তাকে।

কেরালার পালা বিধানসভা কেন্দ্রে তাই কোনও দিন পালাবদল হতে দেননি কে এম মণি।

১৯৬৪ সাল থেকে একটানা জিতে চলছেন তিনি। পাঁচ দশক ধরে একই কেন্দ্রে বিজয়ী কেরালা কংগ্রেস দলের প্রধান মণির সাফল্য রহস্য আজও কেউ ভেদ করতে পারেননি।

এবারও তিনি লড়ছেন সেই পালা বিধানসভা কেন্দ্র থেকে। এবারও তার জয় নিশ্চিত- এমনটাই বলছে রাজনৈতিক মহল।

তবে মণির রাজনৈতিক কেরিয়ারে উত্থান পতনও রয়েছে। বার কয়েক কংগ্রেস ও প্রতিদ্বন্দ্বী সিপিএম শিবির বদল করলেও ভোটারা কখনই তাকে বিমুখ করেনি।

তবে অনেকেই মনে করেন, মণির এ অপ্রতিরোধ্য জয়যাত্রার পেছনে তার ক্যাথলিক ভোট ব্যাংকই ভরসা।

তবে এটাও ঠিক যে যখনই গির্জার খারাপ কিছু দেখেছেন তখনই প্রতিবাদ করতে পিছপা হননি মণি। ফলে গির্জার পাদ্রিরাও তার বিরুদ্ধে দুয়েক বার আন্দোলন করেছিলেন। কিন্তু ভোটাররা এসব পাত্তা দেননি।

এ কারণ হিসাবে মণি বাংলানিউজকে বলেছেন, পালা কেন্দ্রের ভোটারদের তিনি কোনও দিনই হতাশ করেননি।

তাই অন্য কোথাও আর যাই হোক, পালার মানুষরা তাকে নিরাশ করবেন না বলেই জানেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।