ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিগত বছর সীমান্তে ১১৫ কোটি রুপির পণ্য বাজেয়াপ্ত করেছে বিএসএফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বিগত বছর সীমান্তে ১১৫ কোটি রুপির পণ্য বাজেয়াপ্ত করেছে বিএসএফ

কলকাতা: ২০১৪ সালে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ১শ’ ১৫ কোটি রুপি মূল্যের নানা ধরনের চোরাচালান হতে যাওয়া পণ্য বাজেয়াপ্ত করেছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিএসএফ-এর দক্ষিণবঙ্গের প্রধান কার্যালয় থেকে এ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ কর‍া হয়।



বাজেয়াপ্ত করা পণ্যগুলোর মধ্যে রয়েছে সোনা, ফেনসিডিল, বেআইনিভাবে পাচার করা গরু, অন্যান্য পশু-পাখি ও নগদ অর্থ।

এছাড়াও কানাডা, মায়ানমার, শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকে আসা ৩ হাজার ৯শ’ ৪৪ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএসএফ।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।