কলকাতা: কবিতা ও গল্পের খোঁজে কলকাতার অলিগলি থেকে রাজপথ ঘুরে বেড়াবেন চার কবি-সাহিত্যিক। তারপর সেই অভিজ্ঞতা থেকে লেখা গল্প ও কবিতা শোনানো হবে কলকাতা বইমেলায় আগত পাঠকদের।
সোমবার (১৯ জানুয়ারি) কলকাতা বইমেলার উদ্যোক্তাদের কাছ থেকে এই অভিনব উদ্যোগের খবর জানা যায়।
রবীন্দ্র সরোবর, গঙ্গার পাড় ধরে হেঁটে কবি ও সাহিত্যিকরা কখনো খুঁজবেন গল্পের প্লট কিংবা কবিতার উপকরণ। আবার কখনো পর্যবেক্ষণ করবেন ইডেন গার্ডেনস, নন্দন, কালীঘাট, মেট্রো, ট্রাম ও কফি হাউস।
বইমেলার উদ্যোক্তারা জানান, ফেব্রুয়ারি মাসের ৩-৬ তারিখ কলকাতা ঘুরে বেড়াবেন ওয়েলসের কবি জো ডানথর্ন, জোনাথন এডওয়ার্ডস, দুই ভারতীয় কবি জিৎ থাইল ও তিষানি দোশি। এরপর ৭ ফেব্রুয়ারি এই চার সাহিত্যিক তাদের অভিজ্ঞতার কথা জানাবেন বইমেলায় আসা পাঠাকদের।
ইতোমধ্যে এই চার কবি-সাহিত্যিকের কলকাতা শহরে সাহিত্যের উপকরণ খোঁজার অভিনব প্রচেষ্টা ও অভিজ্ঞতার বর্ণনা শুনতে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে কলকাতার পাঠক মহলে।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫