কলকাতা: ভারতের সাবেক রেলমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল রায়কে সিবিআই’র দেওয়া সাত দিনের সময় শেষ হচ্ছে বুধবার (২১ জানুয়ারি)। এ সময়ের পর কলকাতার সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা তার।
গত বৃহস্পতিবার হাজিরা দেওয়ার কথা থাকলেও রাজনৈতিক ব্যস্ততার জন্য সিবিআই’র কাছে ১৫ দিন সময় চান মুকুল রায়। কিন্তু সিবিআই তাকে সময় দেয় সাতদিন।
বুধবার এ সময়সীমা শেষ হচ্ছে। কিন্তু এর মধ্যে সিবিআই’র সঙ্গে কোনো রকম যোগাযোগ মুকুল রায়ের পক্ষ থেকে করা হয়নি। এ কারণেই মুকুল রায়ের আইনজীবীর কাছে চিঠি দিয়ে হাজিরার কথা জানতে চাইলো সিবিআই।
জানা যায়, এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় এই নেতা।
অপরদিকে, রাজ্য সরকার ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত চেয়েছেন।
এই পরিস্থিতিতে কবে সিবিআই’র মুখোমুখি হন মুকুল রায় সেদিকেই তাকিয়ে আছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫