কলকাতা: রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে বর্ধমান বিস্ফোরণ, সারদা কেলেঙ্কারি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বর্ধমানের খগড়াগড় জনসভায় তিনি তৃণমূলকে আক্রমণ করেন।
তিনি বলেন, রাজ্যকে ক্রমেই পিছিয়ে দিচ্ছে তৃণমূল সরকার।
জানা গেছে, ২০১৬’র বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কর্মীদের নিয়ে বৈঠক ও জনসভা করবেন বিজেপি সভাপতি। বর্ধমান দিয়েই সেই রাজনৈতিক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন।
সভার আগে তিনি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠন বাড়াতে জোর দেন।
বিজেপি জানিয়েছে, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তারা। এ প্রসঙ্গ টেনেই অমিত শাহ সারদা কেলেঙ্কারি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন।
বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫