ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোর্চার ভীতি উপেক্ষা করে দার্জিলিং-এ মিছিল সিপিএমের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

কলকাতা: দার্জিলিং-এ বিমল গুরং যখন গোর্খাল্যান্ডের দাবিতে অন্য রাজনৈতিক দলকে হুমকি দিচ্ছেন।

ঠিক তখনই শহরে এক বিশাল মিছিল করে রাজ্য ভাগের বিরোধিতা করল সিপিএম।



অনেক বছর পর সোমবার সিপিএম দার্জিলিং শহরে প্রকাশ্য মিছিল করল বিধানসভার প্রার্থী কেবি ওয়াতারকে নিয়ে।

শহরের জজবাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে এদিন মিছিল শুরু হয়।
হিলকার্ট রোড, ল্যাভেনালা রোড, ক্লাব সাইড রোড, এস বি লামা, চকবাজার ও মোটর স্ট্যান্ড হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে মিছিল।

জনমুক্তি মোর্চার সন্ত্রাসের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এদিন রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয় ।
ধিক্কার জানানো হয় মোর্চা, কংগ্রেস ও তৃণমুলের আঁতাতের বিরুদ্ধে।

এদিন মিছিল শেষে সিপিএম প্রার্থী কেবি ওয়াতার অভিযোগ করেন, পাহাড়ের বিভিন্ন গ্রামে মোর্চার সন্ত্রাসীরা প্রতিদিন সিপিএমের কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছে।

প্রচারে বাঁধা দিচ্ছে।

সিপিএমের সাংসদ সুমন পাঠক বলেন, ১৪ এপ্রিল দার্জিলিং শহরে বামফ্রন্টের সমর্থনে জনসভা করতে আসছেন সিপিএমের সর্বভারতীয় নেতা সীতারাম  ইয়েচুরি।

ভারতীয় সময়: ১৩০৩ ঘন্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।