ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তামিলনাড়ু বিধানভা নির্বাচন বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে শুরু হচ্ছে বিধানসভার ভোট।



বুধবার সকাল ৭টা থেকে ৫৪ হাজার ১৬টি বুথে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু হবে।

এ দিন রাজ্যের ২৩৪টি আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ও ডিএমকে নেতা করুণানিধি, এআইডিএমকে প্রধান ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা, সহকারী মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনসহ ২ হাজার ৭৭৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে।

গত ২০০৬ বিধানসভায় এআইডিএমকের চেয়ে অনেক বেশি আসন পেয়ে সরকার গড়েছিল ডিএমকে।

রাজ্যের ২৩৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪৪টি সংরক্ষিত তপসিলি জাতি ও ২টি সংরক্ষিত তপসিলি উপজাতির জন্য।

রাজ্যের ৪ কোটি ৫৯ লাখ ৫০ হাজার ৬২০ ভোটার বুধবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।