ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যের ভোট প্রস্তুতিতে খুশি নির্বাচন কমিশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১
রাজ্যের ভোট প্রস্তুতিতে খুশি নির্বাচন কমিশন

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনের প্রস্তুতিতে খুশি নির্বাচন কমিশন।

মঙ্গলবার রাজ্যের উত্তরের জেলাগুলোতে প্রথম দফার ভোটের প্রস্তুতি দেখে একথা জানিয়েছেন সহকারী নির্বাচন কমিশনার বিনোদ জুৎসি।



 এদিন সকাল দশটায় কলকাতায় নির্বাচন কমিশনের এক বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

এরপর তিনি বেলা ১২টায় বৈঠক করেন রাজ্য ও কলকাতা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে।

ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত ও বৈদ্যুতিন ভোট যন্ত্রে কোনও সমস্যা রয়েছে কি-না ও বুথ নিয়ে আলোচনা হয়।

পরে সাংবাদিকদের বিনোদ জুৎসি বলেন, তিনি রাজ্যের ভোট প্রস্তুতিতে খুশি। আশা করছেন রাজ্যের ভোট নির্বিঘ্নে হবে।

রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক নিখিল কুমার সাহানা বলেন, সুন্দরবন এলাকায় এবার ভোটে সৌর লণ্ঠন ব্যবহার করা হবে। দ্বীপ অঞ্চলে যেখানে বিদুৎ নেই সেখানেই এ সৌর লণ্ঠন ব্যবহার করা হবে।

বাংলাদেশ সময়:১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।