ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বইমেলায় ফ্রি ওয়াইফাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
কলকাতা বইমেলায় ফ্রি ওয়াইফাই

কলকাতা: কলকাতা বইমেলা চালু হচ্ছে ‘ফ্রি ওয়াইফাই জোন’। শনিবার (৩১ জানুয়ারি) থেকে মেলা প্রাঙ্গণে বিনা খরচায় ব্যবহার করা যাবে ইন্টারনেট।


 
ভারতের কোনও বইমেলায় এরকম ‘ফ্রি ওয়াইফাই জোন’ রাখার ব্যবস্থা এবারই প্রথম। ‘পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড’র এ খবর নিশ্চিত করে।

বইমেলার উদ্বোধনের দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছিলেন, কলকাতা শহর এবার ‘ওয়াইফাই সিটি’ হতে চলেছে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের কর্মকর্তারা জানান মুখ্যমন্ত্রীর ওই পদক্ষেপের পথেই এ উদ্যোগ।

মেলা প্রাঙ্গণে হাজির হওয়া হাজার হাজার মানুষের মোবাইল সংযোগ যাতে ভিড়ে ‘জ্যাম’ না হয়ে যায় সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার বিশেষ কয়েকটি ‘বুস্টার ভ্যান’ আনা হয়েছে মেলা প্রাঙ্গণে। এর ফলে মোবাইল ফোন ‘জ্যাম’ হয়ে যাওয়ার সমস্যা থাকবে না।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ৩১ জানুয়ারি , ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।