ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অভিনেত্রী সন্ধ্যা রায় হাসপাতালে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
অভিনেত্রী সন্ধ্যা রায় হাসপাতালে সন্ধ্যা রায়

কলকাতা: জনপ্রিয় অভিনেত্রী এবং তৃণমূলের সংসদ সদস্য সন্ধ্যা রায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (০১ ফেব্রুয়ারি) গভীর রাতে তলপেটে অসহ্য ব্যথা শুরু হলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।



হাসপাতাল সূত্রে জানা জায়, সন্ধ্যা রায়ের অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল। তার রক্তচাপ স্বাভাবিক রয়েছে।

অভিনেত্রী সন্ধ্যা রায় পশ্চিমবঙ্গের মেদেনীপুর জেলা থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি সত্যজিৎ রায় পরিচালিত ‘অশনি সংকেত’, তরুণ মজুমদার পরিচালিত ‘ঠগিনি’ চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত ‘বাবা তারকনাথ’ চলচ্চিত্র ব্যাপক জনপ্রিয়তা পায়। সন্ধ্যা রায় হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।