কলকাতা: ভারতের প্রথম ওয়াইফাই শহরের মর্যাদা পাচ্ছে কলকাতা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে কলকাতার জওহরলাল নেহেরু রোড এবং পার্ক স্ট্রিটের সংযোগস্থলে এক অনুষ্ঠানে সরকারিভাবে এ ঘোষণা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রাথমিকভাবে একটি বেসরকারি সংস্থা কলকাতা শহরে এই পরিষেবা প্রদান শুরু করছে। তবে আরও বেশ কিছু বেসরকারি সংস্থা মহানগরীতে ওয়াইফাই পরিষেবা প্রদান করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।
এ পরিষেবা প্রদান করার জন্য গোটা মহানগরীতে এক হাজার টাওয়ার বসাবে বেসরকারি সংস্থাটি।
আপাতত এই পরিষেবা পাওয়া যাবে বিনামূল্যে। নগর কর্তৃপক্ষ ইতিমধ্যেই শহরের বিভিন্ন এলাকায় এর প্রচারণা শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫