ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বইমেলায় ইমদাদুল হক মিলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
কলকাতা বইমেলায় ইমদাদুল হক মিলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতাঃ বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি)কলকাতা বইমেলা ঘুরে গেলেন প্রখ্যাত কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন।

কলকাতার কয়েকটি প্রকাশনা সংস্থা তার লেখা বেশ কিছু বই প্রকাশ করেছে।

সেইসব প্রকাশনা সংস্থার স্টলে পাঠকদের সঙ্গে কথাবার্তা বলেন তিনি।

দুই বাংলার এই জনপ্রিয় লেখককে পেয়ে পাঠকরাও মুগ্ধ। ভক্তদের আবদারে তাকে সই দিতে হয়েছে বইতেও। প্রকাশকের সূত্রে জানা গেছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত 'নূরজাহান' শীর্ষ বিক্রির তালিকায় অন্যতম।

কলকাতার অন্যতম প্রকাশনা সংস্থা ‘প্রতিভাস’ –এর স্টলে কবি সুবোধ সরকার, অমর মিত্র, দীপ মুখোপাধ্যায়, জয়ন্ত দে প্রমুখের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন ইমদাদুল হক মিলন।

কলকাতা বই মেলা নিয়ে লাইভ আড্ডায় মিলত হওয়ার সুযোগ করে দেয় কলকাতার জনপ্রিয় এফএম স্টেশনে বিগ এফএম। কবি সুবোধ সরকার এবং ইমদাদুল হক মিলন আধা ঘণ্টার লাইভ অনুষ্ঠান করেন।

কলকাতা বই মেলার বাংলাদেশ প্যাভিলিয়নও ঘুরে দেখেন তিনি।

কলকাতার অন্যতম দৈনিক বর্তমান অফিসে পত্রিকাটির সম্পাদক শোভা দত্তের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন।

বাংলাদেশ সময়: ০৫৪৭ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।