কলকাতা: বয়স্ক ট্যাক্সিচালকদের জন্য দেড় হাজার রুপি পেনশন ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। প্রত্যেক ট্যাক্সিচালক বছরে ৩০ হাজার রুপির চিকিৎসা বিমা পাবেন।
শুধু তাই নয়, পরিবহনকর্মীর মেয়ের বিয়েতে মিলবে ২৫ হাজার রুপির সরকারি সহায়তা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অটো ও ট্যাক্সিচালকদের সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘোষণা দেন।
পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী মদন মিত্র সারদা কাণ্ডে জেলে বন্দি থাকায় ট্যাক্সি চালকদের সম্মেলনে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, ট্যাক্সিচালকরা অবসরকালীন ১ হাজার ৫শ’ রুপি ভাতা পাবেন, চালকের মৃত্যুর পর তার পরিবার পাবে ৭শ’ ৫০ রুপি ভাতা।
ভারতে ট্যাক্সিচালকদের পেনশন এই প্রথম। সম্মেলনে হাজির হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বন্ধ করে সমস্যার সমাধান হয় না।
বিগত কয়েক মাসে বেশ কয়েকবার ট্যাক্সি বন্ধের ডাক দিয়েছিলো ট্যাক্সি চালকদের সংগঠন।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ১২, ২০১৫