ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় শুরু হলো ‘বাঙলা সঙ্গীত মেলা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
কলকাতায় শুরু হলো ‘বাঙলা সঙ্গীত মেলা’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতার নজরুল মঞ্চে উদ্বোধন হলো ‘বাঙলা সঙ্গীত মেলা-২০১৫’র।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ মেলার উদ্বোধন করেন।

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।

কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমার, শচীন দেব বর্মণ ও রাহুল দেব বর্মণের নামে এ সঙ্গীত মেলাকে উৎসর্গ করা হয়েছে।

কলকাতার নয়টি জায়গায় একসঙ্গে এ সঙ্গীতের অনুষ্ঠান পরিচালনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন শিল্পীরা মেলায় সঙ্গীত পরিবেশন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ২০১৫ সালের ‘সঙ্গীত মহাসম্মান’ ও ‘সঙ্গীত সম্মান’ দেওয়া হয়। গায়ক, সঙ্গীতকার ও সঙ্গীত পরিচালক কবীর সুমন, অনুপম রায়, প্রতুল মুখোপাধ্যায়সহ বেশ কয়েকজনকে সঙ্গীত সম্মান দেওয়া হয়।

এছাড়া গায়ক অভিজিৎকে ‘সঙ্গীত মহা সম্মান’ দেওয়া হয়। ২০১২ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এ সম্মান প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীত পরিবেশনা করেন বিক্রম ঘোষ।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।