কলকাতা: কলকাতার মানিকতলা এলাকায় দেশি-বিদেশি জাল নোটের কারখানা বন্ধ করে দিয়েছে স্পেশাল টাস্ক ফোর্স। এসময় বিপুল পরিমাণ জাল মুদ্রাসহ চন্দ্রশেখর জয়সোয়াল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০২ মার্চ) দিনগত রাতে অভিযান চালিয়ে এসব জাল নোট তৈরির কারখানা জব্দ করা হয়। কর্মকর্তারা বলছেন, শুধু রুপি নয় বিভিন্ন দেশের অর্থের নোট এই কারখানায় ছাপা হতো।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কলকাতার মানিকতলা অঞ্চলে একটি বাড়িতে এই জাল নোট তৈরি করছিল একটি চক্র। এরপর তা কলকাতার অদূরে ডোমজুর এলাকায় একটি গুদামে এসব জাল নোট মজুদ করে রাখা হতো।
পরে সেখানে অভিযান চালিয়ে মোট ১০ কোটি রুপি মূল্যের বিভিন্ন দেশের জাল নোট উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫