ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আদভানিকে নেতা হিসেবে সম্মান করি না: মমতা

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১

কলকাতা: বিজেপি সরকারের সঙ্গে জোট বেঁধে একদিন সরকার গড়েছিল তৃণমূল কংগ্রেস। আজ সেই বিজেপিরই কড়া সমলোচনা করলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।



বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় নেতা ও ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদভানি নির্বাচনী প্রচারে কলকাতায় এসেছিলেন। তার এ সফর ঘিরে মমতা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।

এদিন মমতা তার কলকাতার জনসভায় আদভানিকে উদ্দেশ্য করে বলেন, ‘নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করবেন না। ভোটে সিপিএম- এর রাস্তা সহজ করে দেবেন না। ’

এদিন তিনি আরও বলেন, ‘বিজেপি ভোট নষ্ট করতে চায়। আর ভোট নষ্ট করে সিপিএমকে জেতাতে চায়। তাই বিজেপিকে একটিও ভোট দেবেন না। ’

মমতা একই সঙ্গে বলেন, ‘আমরা এনডিএ সরকারে ছিলাম ঠিকই। কিন্তু বিজেপির কাছে আত্মসমর্পণ করিনি। ওদের কোনও বড় জনসভায় অংশগ্রহণ করিনি। কারণ বাবরি মসজিদের ঘটনার জন্য বিজেপিকে কখনও ক্ষমা করিনি। ’

এ সময় তিনি আদভানিকে নিয়েও মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আদভানিকে কখনও নেতা হিসেবে সম্মান করি না। সিপিএম আর বিজেপি দুই বন্ধু। বিজেপি হিন্দু-মুসলিম ভোট ভাগ করতে এসেছে। কিন্তু বাংলা আমাদের, বিজেপির নয়; আমরা কোনও ভোট ভাগ হতে দেব না। ’

বাংলাদেশ সময়: ০৩৪৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।