কলকাতা : সারদা আর্থিক কেলেঙ্কারি মামালার তদন্ত করতে গিয়ে অপর বেআইনি অর্থলগ্নি সংস্থা 'রোজভ্যালি'-এর বিষয় তদন্ত শুরু করেছে সিবিআই।
এই তদন্তের জন্যই বুধবার (৪মার্চ) অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য তাপস পালের বাড়িতে হানা দিলো ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।
তাপস পালের বাড়ি ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে একইসঙ্গে ৪৩টি জায়গায় হানা দেয় সিবিআই। এর মধ্যে পশ্চিমবঙ্গে হানা দেওয়া হয়েছে মোট ২৭টি জায়গায়।
সূত্র জানায়, তাপস পাল বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির বিনোদন বিভাগে যুক্ত ছিলেন। তিনি ওই সংস্থা থেকে কত টাকা পেয়েছেন সে সম্পর্কে তদন্ত করতেই তার বাড়িতে গেলো সিবিআই।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫