ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের পঞ্চম দফায় ৪ জেলার প্রার্থী ১৯৩ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ৪ জেলায় পঞ্চম দফার নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর ৩৮টি আসনে প্রার্থী রইলেন ১৯৩ জন।

ইসি জানিয়েছে, এর মধ্যে পশ্চিম মেদিনীপুরে ১২টি কেন্দ্রে ৫৫ জন, পুরুলিয়ার ৫টি কেন্দ্রে ৩৮ জন, বাঁকুড়ার ৯টি কেন্দ্রে ৪৯ জন ও বর্ধমানে ১২টি আসনের জন্য ৫১ জন প্রতিদ্বন্ধিতা করছেন।



বামফ্রন্টের শরিক দলগুলির মধ্যে সিপিএম ৩২টি, সিপিআই ১টি, ফরওয়ার্ড ব্লক ৩টি, আরএসপি ১টি ও ডিএসপি ১টি।
বিবিসি’র ১ জন প্রার্থী সিপিএমের নির্বাচনী মার্কায় লড়াই করছেন।

বিরোধি জোট তৃণমুল ৩৩টি ও কংগ্রেস ৫টি আসনে প্রতিদ্বন্ধিতা করছে।
বিজেপি ৩৮টি আসনের সবকটি কেন্দ্রেই লড়াই করছে।

এছাড়াও বহুজন সমাজ পার্টি ১২ জন এবং অন্যান্য দলের ৪৮ জন প্রার্থী রয়েছেন।

এই ৩৮টি আসনে নির্দল রয়েছেন ১৯ জন।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘন্টা, এপ্রিল ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।