বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়: আজ দোলের দিনে যেন প্রকৃতির সঙ্গে মিশতে বসন্তের রঙে রেঙেছে কবিগুরুর শান্তি নিকেতন।
বৃহস্পতিবার (০৫ মার্চ) ভোর থেকেই ঋতুর রঙে সেজেছে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ।
দিনের শুরুতে ‘খোল দ্বার খোল, লাগল যে দোল’ গানের সঙ্গে সহস্রাধিক শিক্ষার্থী কাঁচ মন্দির থেকে মূল মঞ্চে প্রবেশ করে। প্রথা মতে বিশ্বভারতীর শিক্ষার্থীদের অংশগ্রহণে সকালে উৎসবের অন্যতম আকর্ষণ লাঠি নৃত্য। যা ‘ডান্ডিয়া’ নামে পরিচিত।
এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা হয়। ‘যাও যাও যাওরে, এবার যাবার বেলায় রাঙিয়ে দিয়ে যাও’ গানটি শেষ হবার সঙ্গে সঙ্গেই আবির খেলা শুরু হয়।
আগের রাতে ঐতিহ্যবাহী কাঁচ মন্দিরে ‘বৈতালিক’ অনুষ্ঠিত হয়। উৎসব উপলক্ষে ডিডি ভারতী থেকে সকাল সাতটায় অমৃত সেন উপস্থাপিত ‘বসন্ত-উৎসব লাইভ’ অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে।
বর্তমানে ভারতে সোয়াইন ফ্লু’র আশঙ্কা থাকলেও হাজারো মানুষ তা উপক্ষো করে যোগ দেন বসন্ত উৎসবে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫