ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বৃদ্ধা নানকে গণধর্ষণ, ঘটনাস্থলে যাচ্ছেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
বৃদ্ধা নানকে গণধর্ষণ, ঘটনাস্থলে যাচ্ছেন মমতা সংগৃহীত

কলকাতা: গত শুক্রবার গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গে নদীয়া জেলার রানাঘাটের গাঙনাপুরে কনভেন্ট অব জেসাস মেরির এক নান গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার দুইদিন পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানাঘাট পরিদর্শনে যাচ্ছেন।



ঘটনার রাতে সাত থেকে আটজনের একদল দুষ্কৃতকারী স্কুলের দেয়াল টপকে ভেতরে ঢুকে ১২ লাখ টাকা লুট করে এবং ওই নানকে ধর্ষণ করে।

ওই ধর্ষণের ঘটনার পর সিআইডি পুলিশ তদন্তে নেমে ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ছবি দেখে আটজনকে আটক করে। পশ্চিমবঙ্গ সরকার দুষ্কৃতকারীদের ধরিয়ে দেওয়ার জন্য এক লাখ রুপি পুরস্কার ঘোষণা করে।

জানা গেছে, সোমবার ওই খ্রিস্টান মিশনারি স্কুলে হাজির হবেন মমতা। হাসপাতালে ভর্তি নানের সঙ্গেও দেখা করতে পারেন তিনি।

** ভারতে এবার গণধর্ষিত ৭৪ বছরের নান

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ১৬ মার্চ , ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।