কলকাতা: পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে অবস্থিত মিশনারিতে গণধর্ষণ মামলায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠালো প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে সোমবার (১৭ মার্চ) ভারতের স্বরাষ্ট্র দপ্তর এই বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠায়।
গত ১৪ মার্চ কলকাতা থেকে ৭৭ কিলোমিটার দূরে নদীয়ার রানাঘাটে মিশনারি পরিচালিত একটি বিদ্যালয়ে এই ধর্ষণের ঘটনা ঘটে। এর পর তিন দিন কেটে গেলেও এই ঘটনার মূল অভিযুক্তরা ধরা পড়েনি।
রাজ্য সরকার এই ঘটনার তদন্তে কি ব্যবস্থা নিয়েছে সেই তথ্য জানতে চেয়ে মঙ্গলবার (১৭ মার্চ) প্রধানমন্ত্রীর দপ্তর এই চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে।
যদিও এখনও পর্যন্ত এই চিঠি নিয়ে রাজ্য সরকারের তরফে কোন মন্তব্য করা হয়নি। তবে ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শনে গেলে উত্তেজিত জনতার হাতে প্রায় ৪৫ মিনিট ঘেরাও থাকতে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এলাকাবাসী এবং ঐ স্কুলের ছাত্রছাত্রীরা সিবিআই তদন্তের দাবি করেন।
অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘেরাও কর্মসূচিকে বিরোধীদের চক্রান্ত বলে আখ্যা দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে ঘেরাও এর প্রতিবাদে মঙ্গলবার পথে নামছে তৃণমূল কংগ্রেস।
তবে ঐ এলাকার পরিস্থিতি এখন থমথমে। নিগৃহীতা সন্ন্যাসীর অবস্থাও স্থিতিশীল বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫