ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বঙ্গবন্ধুর জন্মদিন

কলকাতায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
কলকাতায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন উপলক্ষে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনে আয়োজন করা হয় শিশুতোষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টায় এ প্রতিযোগিতা শুরু হয়।



এতে কলকাতার ক্যামব্রিজ বিদ্যালয়, সাউথ পয়েন্ট, ক্যালকাটা ইন্টার ন্যাশনাল, লা মার্টিনিয়ার, ইয়ং হরাইজেন, ব্রিজ ইন্টারন্যাশনাল, সাখাওয়াৎ মেমোরিয়াল, সিআইএসসহ কলকাতার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের কর্মকর্তাদের ছেলে-মেয়েরাও ছিলো প্রতিযোগিতায়।

ছবি আঁকায় অংশ নিতে বয়সসীমা ছিলো ৬ থেকে ১২। প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় একশ’ শিশু।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।