ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নান গণধর্ষণ

সিবিআই তদন্তের নির্দেশ মমতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
সিবিআই তদন্তের নির্দেশ মমতার

কলকাতা: পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে মিশনারি নান গণধর্ষণ মামালায় সিবিআই তদন্তের সুপারিশ করলো পশ্চিমবঙ্গ সরকার।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার (১৮ মার্চ) এ সিদ্ধান্তের কথা এক টুইটার বার্তায় জানান।

চারটি টুইট বার্তায় জানান, ঘটনার গুরুত্ব বুঝে তিনি এ সিদ্ধান্ত নিচ্ছেন।

সূত্রের খবর, তদন্তকারী গোয়েন্দারা মনে করছেন সীমান্ত এলাকা ব্যবহার করে অপরাধীরা পালিয়ে গিয়ে থাকতে পারে।

সিবিআই তদন্তের দাবিতে এর আগে রানাঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘেরাও করে এলাকার বাসিন্দারা। মনে করা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এ ঘটনার তদন্তে টিম গঠন করবে সিবিআই।

সিআইডি সূত্রে জানা যায়, তারা তাদের তদন্তের সমস্ত নথি সিবিআইর হাতে তুলে দেবে।

সিবিআইকে রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে বুধবার ঘটনার শিকার ওই বৃদ্ধা মিশনারির সঙ্গে দেখা করেছেন রোম থেকে আসা পোপের প্রতিনিধিরা। তারা গোটা ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন। এ বিষয়ে তারা যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ১৮ মার্চ, ২০১৫

** ভারতে নান গণধর্ষণ, আরও একজন গ্রেফতার
** বৃদ্ধা নানকে গণধর্ষণ, ঘটনাস্থলে যাচ্ছেন মমতা
** ক্ষোভের মুখে মমতা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।