ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কাশ্মীরের বন্যায় আটকা পড়েছেন কলকাতার পর্যটকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
কাশ্মীরের বন্যায় আটকা পড়েছেন কলকাতার পর্যটকরা

কলকাতা: কাশ্মীরে কয়েকদিনের টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে সেখানে অবকাশ যাপনে যাওয়া অন্য এলাকার পর্যটকদের সঙ্গে আটকা পড়েছেন কলকাতার পর্যটকরাও।

কাশ্মীরের ছয়টি জেলায় জারি করা হয়েছে বরফ ধসের সতর্কতা।

সোমবার (৩০ মার্চ) কাশ্মীরে অবস্থানরত কলকাতার ভাবানীপুর অঞ্চলের একটি পরিবার টেলিফোনে তাদের অবস্থার কথা সংবাদমাধ্যমকে জানান।

সেখানে আটকে থাকা পশ্চিমবঙ্গের পর্যটকরা নিরাপদে ফিরতে রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন করেছেন।

তবে সবশেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য কাশ্মীরে পৌঁছেনি বলে জানা যায়।

সূত্র জানায়, অতিরিক্ত বৃষ্টির ফলে কাশ্মীরের ঝিলাম নদীতে বিপদসীমার উপর পানি প্রবাহিত হচ্ছে। অন্য নদীগুলোর পানিও বিপদসীমার কাছাকাছি।

এ অবস্থায় কাশ্মীর সরকারের জানিয়েছে, বন্যা মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

গতবছরও কাশ্মীরে বন্যা হওয়ায় যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছিলেন সেখানকার মানুষ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।