ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূলের আয়-ব্যয়ের হিসাব চেয়েছে সিবিআই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
তৃণমূলের আয়-ব্যয়ের হিসাব চেয়েছে সিবিআই

কলকাতা: সারদা আর্থিক কেলেঙ্কারি ঘটনার তদন্তে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

সোমবার (০৬ এপ্রিল) তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় ‘তৃণমূল ভবন’-এ এ নোটিশ পাঠানো হয়।



সূত্রের খবর, এর আগে ০২ এপ্রিল তৃণমূল ভবনে ফোন করেন সিবিআই’র এক কর্মকর্তা। জানা যায়, তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত বকসির সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।

সেসময় কার্যালয়ে উপস্থিত ছিলেন না সুব্রত বকসি। এ ঘটনায় বর্তমানে উত্তরবঙ্গ সফররত মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই’র এ আচরণের তীব্র প্রতিবাদ করেন।

মমতা জানান, পরবর্তীতে সিবিআই যোগাযোগ করলে যেন সরাসরি তার সঙ্গে কথা বলতে বলা হয়।

ধারণা করা হচ্ছে, এ চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রির বিষয়ে জানতে চাওয়া হয়েছে।

এই ছবি বিক্রির বিষয়ে বিরোধী পক্ষরা আগেও সোচ্চার হয়েছিলেন। তাদের অভিযোগ ছিল, এ ছবি কিনেছেন সারদা’র মালিক সুদীপ্ত সেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
ভিএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।