ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নববর্ষের শুভেচ্ছা জানালেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
নববর্ষের শুভেচ্ছা জানালেন মমতা

কলকাতা: বাংলাদেশের মানুষদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক ফেসবুক বার্তায় নববর্ষের এ শুভেচ্ছা জানান মমতা।

একইসঙ্গে টুইটারেও শুভেচ্ছা জান‍ান তিনি।

শুভেচ্ছা বার্তায় মমতা লেখেন, বাংলাদেশের সব ভাই ও বোনদের নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। শুভ ‘পহেলা বৈশাখ’।

এদিকে পহেলা বৈশাখ উদযাপনে ব্যাপক প্রস্তুতি চলছে পশ্চিমবঙ্গে। কলকাতার ‘অ্যাকাডেমি অব ফাইন আর্টস’র সামনে মঙ্গলবার (১৪ এপ্রিল) সারা রাত ধরে চলবে বিচিত্রা অনুষ্ঠান।

থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের লোক সংস্কৃতির অনুষ্ঠানসহ ভারতের অন্যান্য রাজ্যের অনুষ্ঠানও।

অন্যদিকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনে নববর্ষ উপলক্ষে মিশন প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে কলকাতা ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
 
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।