কলকাতা: নানা আয়োজনের মধ্য দিয়ে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে উদযাপিত হলো পহেলা বৈশাখ।
এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাচ, গানসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। কমিশন প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ মেলার। মেলায় বিভিন্ন ধরনের বাঙালি খাবারের দোকান বসেছিল।
এছাড়া সেখানে ঐতিহ্যবাহী নাগরদোলা, পুতুল নাচ, পশু পাখির পোশাক পরে নাচসহ বিভিন্ন ধরনের লোকজ সংস্কৃতির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে এ অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসএন/আরআই