ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সীমান্ত থেকে স্বর্ণ-মোটরসাইকেল উদ্ধার করলো বিএসএফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
সীমান্ত থেকে স্বর্ণ-মোটরসাইকেল উদ্ধার করলো বিএসএফ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল, গ্যাস সিলিন্ডার ও সোনার বার উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (১৫ এপ্রিল) বিএসএফের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বুধবার বিশেষ সূত্রে খবর পেয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সীমান্তবর্তী এলাকা জয়ন্তিপুর থেকে বিএসএফ সীমান্ত থেকে ২২টি সোনার বার উদ্ধার করে। এর আনুমানিক বাজার দর ৬৫ লাখ রুপি।

এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। সোনার বারগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিলো বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

অন্যদিকে মঙ্গলবার (১৪ এপ্রিল) পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সীমান্তবর্তী এলাকা স্বরূপ নগর থেকে পচার করার সময় বেশ কিছু মোটরসাইকেল ও মোটর সাইকেলের যন্ত্রাংশ উদ্ধার হয়।

ওই দিন গভীর রাতে এক বিশেষ অভিযান চালিয়ে বিএসএফ দক্ষিণ ২৪ পরগনার পটুয়াখালী সীমান্ত এলাকা থেকে ৬০টি গ্যাস সিলিন্ডারও উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।