কলকাতা: কলকাতায় শুরু হয়েছে পুরসভা নির্বাচন। শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে নির্বাচন শুরুর পর থেকেই বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ, মারধর, হুমকির খবর আসছে বিভিন্ন এলাকা থেকে।
বিরোধীদলের অভিযোগ, বিভিন্ন জায়গায় তাদের প্রার্থীর এজেন্টদের উপর হামলা হচ্ছে। এছাড়াও কলকাতার উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন এলাকায় ভোটারদের ভয় দেখানো, তাদের মারধর করা হয়েছে।
উত্তর কলকাতার একটি এলাকা থেকে বিজেপি সমর্থক কিছু নারী ভোটারকে শ্লীলতাহানির অভিযোগ ও ধর্ষণের হুমকির অভিযোগও পাওয়া যায়।
পুরভোট উপলক্ষে শহরে তিন কোম্পানি আধা সামরিক বাহিনী এলেও বিরোধীদের অভিযোগ এটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংঘর্ষের খবরও বাড়তে শুরু করেছে। সাধারণ ভোটারদের পাশাপাশি সংবাদ মাধ্যমকে হুমকি দেওয়ারও অভিযোগ এসেছে। আর সব অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
বিরোধীদলগুলির পক্ষ থেকে নির্বাচন কমিশন ও পুলিশের নিষ্ক্রিয় থাকারও অভিযোগ করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, অভিযোগ পেলে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে কমিশন।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এএ