ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের ৯১টি পৌরসভার ভোট শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
পশ্চিমবঙ্গের ৯১টি পৌরসভার ভোট শনিবার

কলকাতা: শনিবার (২৫ এপ্রিল) পশ্চিমবঙ্গের ১৬ জেলার ৯১টি পৌরসভার নির্বাচন হবে। ২৮ এপ্রিল নির্বাচনের ফল ঘোষণা করা হবে।



কলকাতা এবং বাকি ১৬টি জেলার পৌরসভার নির্বাচনকে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের ‘সেমিফাইনাল’ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

অন্যদিকে কলকাতা পৌরসভার নির্বাচনে ব্যাপক গোলমালের কথা তুলে ধরে শনিবারের নির্বাচনেও গোলমালের আশঙ্কা করছে পশ্চিমবঙ্গের  বিরোধীদলগুলো।

তারা নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছে। ভোট শুরু হবার আগেই বিভিন্ন জেলার বিরোধী দলের সমর্থক এবং কর্মীদের আক্রান্ত হবার অভিযোগ করেছে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস।

বিরোধী দলগুলোর তরফে পুলিশি নিষ্ক্রিয়তার কথাও অভিযোগ করা হয়েছে। নির্বাচন কমিশন সঠিক ব্যবস্থা নিচ্ছেন না বলেও অভিযোগ করা উঠেছে।

তবে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছেন ভোট শান্তিপূর্ণ, অবাধ এবং নিরপেক্ষ হবে। তবে বিভিন্ন জেলা থেকে পাওয়া খবরের ভিত্তিতে বোঝা যাচ্ছে প্রায় প্রতিটি জেলায় চাপা উত্তেজনা কাজ করছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ১৬টি জেলার নির্বাচনে গোলমালের আশঙ্কা কোনোভাবেই উঁড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা,২৪ এপ্রিল , ২০১৫
কেএইচ/



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।