ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শিলিগুড়ির নাম হচ্ছে ‘তিস্তা’, বোলপুরের ‘গীতবিতান’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
শিলিগুড়ির নাম হচ্ছে ‘তিস্তা’, বোলপুরের ‘গীতবিতান’

কলকাতা: পশ্চিমবঙ্গের বোলপুরের নতুন নাম হতে চলেছে ‘গীতবিতান’। সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করা না হলেও রাজ্যের সচিবালয় দফতর নবান্ন সূত্রে এ খবর জানা গেছে।



শুধু বোলপুরের নামই বদল হচ্ছে এমন নয়। পশ্চিমবঙ্গের ছয় ‘স্মার্ট সিটি’র অন্যতম একটি হতে চলেছে বোলপুর।

সূত্রমতে, পশ্চিমবঙ্গের দুর্গাপুর-আসানসোলের নাম ‘অগ্নিবীণা’, কল্যাণীর নাম ‘সমৃদ্ধ’, কামালগাজির নাম মহানায়ক উত্তম কুমারের নামে ‘উত্তম সিটি’ ও গাজোলডোবার নাম হবে ‘মুক্ততীর্থ’।

অন্যদিকে, তিস্তা নদীর নামে শিলিগুড়ির নতুন নাম হতে চলেছে ‘তিস্তা’।

এছাড়াও কলকাতার কাছে আরও একটি ‘স্মার্ট সিটি’ গড়ে তোলা হবে। এই নতুন উপনগরীর নাম দেওয়া হবে ‘বিশ্ব বাঙলা’।

জায়গাগুলোর নতুন নামগুলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঠিক করেছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।