ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ভূমিকম্পে ভেঙ্গে পড়ল ‘সাউথ সিটি’র কিছু অংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
ভূমিকম্পে ভেঙ্গে পড়ল ‘সাউথ সিটি’র কিছু অংশ সংগৃহীত

কলকাতা: ভূমিকম্পে দক্ষিণ কলকাতার অন্যতম আকাশচুম্বী বহুতল আবাসন ‘সাউথ সিটি’র কয়েকটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়েছে। এছাড়া বহুতল এ আবাসনের বিভিন্ন জায়গায় ফাটলও দেখা দিয়েছে।

 

এ ঘটনায় আবাসনের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। ভূমিকম্পের পরে আবাসনের ভেতরে গিয়ে দেখা যায় বাড়িগুলোর নিচে ছড়িয়ে রয়েছে বিভিন্ন তলা থেকে খসে পড়া ইট এবং কংক্রিটের টুকরো।

এ আবাসনেই বাস করেন টালিগঞ্জের বেশ কয়েকজন তারকা।

বাসিন্দারা জানান, আগামী দিনে আবারও এ ধরনের ঘটনা ঘটলে আবাসনের কী পরিণতি হবে এ নিয়ে তারা চিন্তিত ও আতঙ্কিত। ভূমিকম্পে ভেঙে যাওয়া অংশগুলো ৫০ থেকে একশ‘ ফুট উপর থেকে মাটিতে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ২৫ এপ্রিল, ২০১৫
এসএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।